বলিউড সূত্রে জানা গেছে, শেফালির মৃত্যু হৃদরোগ নাকি উচ্চ রক্তচাপজনিত জটিলতা থেকে হয়েছে, সেটি এখনও নিশ্চিত নয়। তবে এ মৃত্যুর ক্ষত তার স্বামী পরাগ ত্যাগীর জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। ভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “শেফালি ছাড়া প্রতিটি দিন অসহনীয় হয়ে উঠছে। মাত্র কিছুদিন আগেও, ২৭ জুনের আগের রাতে সে ছিল আমার পাশে, পরদিন সকালেই সে নেই—এই বাস্তবতা কিছুতেই মেনে নিতে পারছি না।”
পরাগ আরও জানান, তাদের সংসার ছিল ছোট্ট, নিঃশব্দে সুখের। পরিবারে ছিল কেবল তারা দুজন আর প্রিয় পোষা কুকুর সিম্বা। এখন সেই ঘরটাই যেন শুন্য, প্রাণহীন। স্ত্রীর মৃত্যুর পর সামাজিক মাধ্যমে শেফালির সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো শেয়ার করে যাচ্ছেন তিনি।
প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়া এই অভিনেতার প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছেন ভক্তরা। শেফালির আকস্মিক মৃত্যু বলিউডে এক অপূরণীয় ক্ষতির স্মারক হয়ে রইল।