সাক্ষাতকারে করণ জোহর অকপটে জানান, ছোটবেলায় খেলাধুলা করতে চাইলেও সমাজের লিঙ্গভিত্তিক ধারণার কারণে তার সে সুযোগ হয়নি। করণ বলেন,
“আমি শুধু খেলতে চেয়েছিলাম, কিন্তু কেউ নেয়নি আমাকে। কারণ আমি ছেলে নই, এটাই তাদের যুক্তি।”
শৈশবের একাকীত্ব, ভিন্নতা ও বঞ্চনার কথা তুলে ধরে করণ আরও বলেন,
“আমি আমার বয়সি ছেলেদের থেকে নিজেকে খুব আলাদা মনে করতাম। আমাকে বলা হতো আমি মেয়েলি। আমি নাকি মেয়েদের মতো হাঁটতাম, দৌড়াতাম, কথা বলতাম। আমার পছন্দ-অপছন্দ, শখ—সবকিছুই আলাদা ছিল।”
করণ জানান, তাদের অ্যাপার্টমেন্টের বাচ্চারা প্রতিদিন সন্ধ্যায় নিচে নেমে খেলত। তিনিও সেই দলটির অংশ হতে চাইতেন। তিনি বলেন,
“আমি ফুটবল দলের অংশ হতে চেয়েছিলাম, ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু কেউ দলে নেয়নি। কারণ আমি খেলাধুলায় ভালো ছিলাম না। আমি স্পোর্টি ছিলাম না। ওদের চোখে আমি ছেলে বা পুরুষ ছিলাম না।”
এই হৃদয়বিদারক স্বীকারোক্তি শুধুমাত্র করণ জোহরের ব্যক্তি জীবনেরই নয়, সমাজের প্রচলিত লিঙ্গভিত্তিক মানসিকতা ও শিশুদের প্রতি পক্ষপাতমূলক আচরণেরও এক নির্মম প্রতিচ্ছবি। শৈশবের এই বঞ্চনাই আজকের করণকে আরও সংবেদনশীল, মানবিক ও ভিন্নমাত্রিক শিল্পী হিসেবে গড়ে তুলেছে বলে মনে করছেন অনেকে।
বলিউডে বরাবরই নিজস্ব ভাবনা ও নির্মাণশৈলীর জন্য আলোচিত করণ জোহর, এবার তার বাস্তব জীবনের এই বর্ণনা নতুন করে আলোড়ন তুলেছে দর্শক ও অনুরাগীদের মনে।