অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সবসময় সরব থাকেন এই তারকা। সম্প্রতি নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন, যা নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি পোস্টে লিখেছেন, ‘সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। ইউনিভার্স (universe) দেখছে... আমি ছেড়ে দিলাম।’
এই পোস্টে নুসরাতের মন্তব্যে নেটিজেনরা একাত্মতা প্রকাশ করেছেন। আরিয়া নামে একজন নেটিজেন লিখেছেন, ‘ঠিক বলেছেন নুসরাত ফারিয়া আপু, সময় সবসময় তার যোগ্য জবাব দেয়।’ আরেকজন লিখেছেন, ‘দারুণ কথা, একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায়।’
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন নুসরাত ফারিয়া। এই মামলার কারণে গত ১৮ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে পরদিন তিনি জামিনে মুক্তি পান।
নুসরাতের এই পোস্ট ও তার বক্তব্য নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই বার্তা সত্যের প্রতি তাঁর দৃঢ় বিশ্বাসের প্রতিফলন বলে মনে করছেন অনেকে।