বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা ষাটের দশকে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ গত সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এবং দোয়েল ওটিটির সহযোগিতায় মগবাজারস্থ বাচসাস কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’ নামে একটি আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের সঞ্চালনায় এই আয়োজন এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকদের চোখে ছিল শ্রদ্ধা আর ভালোবাসার অশ্রু। আনোয়ারাকে বাচসাসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁর মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিও উপস্থিত ছিলেন।
আনোয়ারা বলেন, “বাচসাস আমার অনেক আপন। অনেক আগে থেকেই বাচসাসের সঙ্গে পরিচয়। আমি বাচসাসকে ভালোবাসি, সম্মান ও শ্রদ্ধা করি। এই আয়োজনে এসে আমার চোখের পানি ঝরেছে, তা গ্লিসারিন নয়, শ্রদ্ধা আর সম্মানের। বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে, তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না।”
অনুষ্ঠানে আনোয়ারা তাঁর ছয় শতাধিক সিনেমার ক্যারিয়ার, মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, তিনি ‘মা’ (১৯৭৭), ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৮), ‘কসাই’ (১৯৮০) এবং ‘লাল কাজল’ (১৯৮২) সিনেমার জন্য চারবার বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন।
বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, “এটি বাচসাসের প্রথম ‘মিট দ্য প্রেস’ আয়োজন। আনোয়ারার মতো কিংবদন্তি অভিনেত্রীকে দিয়ে এই ধারাবাহিক আয়োজন শুরু করতে পেরে আমরা গর্বিত। এখন থেকে নিয়মিত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের তারকা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে এই আয়োজন করা হবে। তারা তাঁদের ক্যারিয়ার ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলবেন। এই আয়োজনে সহযোগিতার জন্য দোয়েল ওটিটির প্রতি আমরা কৃতজ্ঞ।”
বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “এই প্রথম বাচসাস কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজিত হয়েছে। কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাংবাদিক সহকর্মী ও বাচসাস পরিবারের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি এই আয়োজনকে সমৃদ্ধ করেছে। আনোয়ারা শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তাঁর চোখের জল ছিল আমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। এই আবেগ আমাদের ভবিষ্যৎ পথচলার প্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচসাসের সহসভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল, নিয়াজ মোর্শেদ শুভসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।