তানিয়া বলেন, “বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরেও সেটেল হওয়ার।”
সামাজিক মাধ্যমে তানিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। কখনো অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম, এমনকি বিয়ের গুজব ছড়ায়। শুটিংয়ের বাইরেও তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এ গুজব আরও জোরালো হয়। তবে তানিয়া এসব অস্বীকার করে বলেন, “এসব গুজব।” এমনকি গুজবের কারণে তারা একসঙ্গে নাটক করাও বন্ধ করে দেন। এরপর অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কের গুজব ছড়ায়, যা শামিমের বিয়ের পর থামে।
গুজব প্রসঙ্গে তানিয়া বলেন, “আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের মানুষ। তাই হয়তো গুজব ছড়ায়।” তিনি জানান, কাজের সুবাদে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তা ব্যক্তিগত সম্পর্কের গুজবে রূপ নেয়।
উল্লেখ্য, ২০১৭ সালে তানিয়া অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে এক বছরের মাথায় ভেঙে যায়। বর্তমানে তানিয়া তার অভিনয় ক্যারিয়ারে মনোযোগী, তবে ভবিষ্যতে সংসার ও বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী।