বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে থেকেছে। অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন যতটা আলোচিত হয়েছে, তেমনই এক সময় আরেকজন জনপ্রিয় অভিনেতা বিনোদ মেহেরাকেও ঘিরে রেখাকে নিয়ে বিতর্কের জন্ম হয়। তবে এ বিতর্কের সঙ্গে অমিতাভ বচ্চনের কোনো সম্পর্ক ছিল না। বরং এখানে উঠে আসে ৭০-৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীর নাম, যাকে তখন রেখার ‘সতিন’ হিসেবেও বিবেচনা করা হয়েছিল।
সুন্দর মুখ ও মিষ্টি অভিনয় দিয়ে বিন্দিয়া গোস্বামী বলিউডের প্রথম সারির নায়ক – অমিতাভ বচ্চন, শশী কাপুর, রাজেশ খান্নাদের সঙ্গে কাজ করে খ্যাতি অর্জন করেন। জানা যায়, রেখা ও বিন্দিয়া দুজনেই অভিনেতা বিনোদ মেহেরার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ভারতের একাধিক বিনোদন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সময় বিন্দিয়া নাকি নিজেই রেখাকে তার ‘সতিন’ হিসেবে মেনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিষয়টি আলোচনায় আসে যখন দুজনেই বিনোদকে বিয়ে করতে আগ্রহী হয়ে ওঠেন।
শেষ পর্যন্ত বিনোদ মেহেরা বিয়ে করেন বিন্দিয়া গোস্বামীকে। যদিও এই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং দাম্পত্যে ফাটল ধরে।
পরবর্তীতে বিন্দিয়া গোস্বামী প্রেমে পড়েন বিখ্যাত পরিচালক জে.পি. দত্তার। তাকে বিয়ে করতে গিয়ে বিন্দিয়া নিজের পরিবার থেকে পালিয়ে যান। এ নিয়ে তার পরিবারের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয় এবং পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
অন্যদিকে, রেখা ও বিনোদ মেহেরার সম্পর্কও সেই সময়ে বলিউডে বহুল আলোচিত ছিল। একাধিকবার তাদের বিয়ের খবর শোনা গেলেও রেখা কখনো তা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে বিনোদ মেহেরার সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং একসঙ্গে সময় কাটানোর নানা খবর তখন বলিপাড়ায় ওপেন সিক্রেট হয়ে দাঁড়ায়।
এই ত্রিকোণ সম্পর্কের জটিলতাই এক সময় বলিউডে রেখা ও বিন্দিয়া গোস্বামীকে ‘সতিন’ হিসেবেও আলোচনায় নিয়ে আসে। বিনোদ মেহেরাকে ঘিরে তাদের জীবনের এই অধ্যায় আজও বলিউডের গসিপ ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে।