ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলে একসঙ্গে পড়াশোনা করে এই তিন শিশু। বাড়ির কাউকে কিছু না জানিয়ে তারা মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়। পুলিশের তদন্তে উঠে এসেছে, অনলাইন গেম খেলার সময় তাদের মধ্যে পরিচয় হয়। এ সময় ওয়াহিদ নামে এক শিশু দাবি করে, সে সালমান খানের সঙ্গে দেখা করেছে এবং তারা চাইলে সেই সুযোগ করে দিতে পারে। এই আশাতেই তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
তবে পুলিশ ও পরিবারের ততপরতার কথা জানতে পেরে ওয়াহিদ পিছু হটে। পরে বাকি শিশুরাও পরিকল্পনা বদলে নাসিকে ট্রেন থেকে নেমে পড়ে। সেখানেই পুলিশ তাদের খুঁজে পায়।তদন্তে পুলিশ এক নিখোঁজ শিশুর বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করে, যেখানে লেখা ছিল তারা ‘ওয়াহিদের’ সঙ্গে দেখা করতে যাচ্ছে। এই সূত্র ধরেই তদন্ত এগিয়ে তিনজনকে উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শোবিজ তারকাদের প্রতি অন্ধ ভক্তির কারণেই এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।