৯০ দশকের বলিউডের মিষ্টি ও জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা এখন সিনেমা জগত থেকে অনেকটা দূরে থাকলেও ভক্তদের মনে তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বর্তমানে স্বামী জয় মেহতা ও দুই সন্তান জাহ্নবী মেহতা এবং অর্জুন মেহতাকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আজ, ২৫ জুলাই, অভিনেত্রীর ছোট ছেলে অর্জুন মেহতার জন্মদিন। এই বিশেষ দিন উপলক্ষে জুহি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এবং ছেলের জন্য একটি অনন্য উপহার ঘোষণা করেছেন।
জুহি ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে অর্জুনের জীবনের বিভিন্ন মুহূর্ত ফুটে উঠেছে। প্রথম ছবিতে ছোটবেলার অর্জুনকে তার মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। দ্বিতীয় ছবিতে তরুণ অর্জুন তার দাদু-ঠাকুমার সঙ্গে ছবি তুলছেন। তৃতীয় ছবিতে ছোট্ট অর্জুন মাথায় একটি বন্য জন্তু নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। চতুর্থ ছবিতে তাকে বাবা জয় মেহতার সঙ্গে দেখা যায়। পঞ্চম ছবিতে অর্জুন তার দিদি জাহ্নবীর সঙ্গে ছবি তুলেছেন, আর ষষ্ঠ ছবিতে তিন বন্ধুর সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন। শেষ ছবিতে জুহি ছয়টি ছবির একটি কোলাজ শেয়ার করেছেন।
ছবিগুলোর সঙ্গে জুহি একটি হৃদয়স্পর্শী বার্তা লিখেছেন: “শুভ জন্মদিন অর্জুন। ঈশ্বর তোমার মঙ্গল করুক। তোমায় অনেক ভালোবাসি। ৫০০টি গাছ উপহার দিলাম তোমায়। তোমার ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য।” এই বিশেষ উপহার হিসেবে ৫০০টি গাছ রোপণের প্রতিশ্রুতি দিয়ে অর্জুনের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলেছেন জুহি।
জুহির এই পোস্টে নেটিজেনরা অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিনেত্রীর এই পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন। জুহি চাওলা ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন। তাদের দুই সন্তান জাহ্নবী ও অর্জুন এখন তাদের জীবনের কেন্দ্রবিন্দু। সিনেমা জগত থেকে দূরে থাকলেও, জুহি তার ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন এবং এমন হৃদয়ছোঁয়া পোস্টের মাধ্যমে তাদের মন জয় করে চলেছেন।