বর্তমানে উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে রয়েছে ‘সুপারম্যান’। মুক্তির প্রথম তিন দিনে এটি আয় করেছে ১২২ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী মোট আয় এখন ২১৭ মিলিয়ন ডলার। ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওর এই ছবিতে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেনসোয়েট। তাঁর প্রেমিকা লোইস লেনের চরিত্রে রয়েছেন ‘দ্য মার্ভেলাস মিসেস ম্যাইসেল’ খ্যাত র্যাচেল ব্রসনাহান। খলনায়ক লেক্স লুথরের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।
ফ্র্যাঞ্চাইজ এন্টারটেইনমেন্ট রিসার্চের বিশ্লেষক ডেভিড এ গ্রস এএফপিকে বলেন, “জেমস গান বড় তারকার ওপর নির্ভর না করে গল্প ও নির্মাণকে প্রাধান্য দিয়েছেন। এটিই ‘সুপারম্যান’-এর সাফল্যের মূল চালিকা শক্তি।” তিনি আরও বলেন, “সুপারম্যান একটি ক্লাসিক গল্প, যা বর্তমান বাজারে সাফল্যের সম্ভাবনা রাখে।”
‘সুপারম্যান’-এর দাপটে বক্স অফিসের দ্বিতীয় স্থানে নেমে গেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। ইউনিভার্সাল প্রযোজিত এই ছবি দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় করেছে ৪০ মিলিয়ন ডলার। ছবিতে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি ও মাহেরশালা আলী।
পরিচালক জেমস গান সিনেমাটির এই দারুণ শুরুতে উচ্ছ্বসিত। রোববার রাতে তিনি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লিখেছেন, “এত বছর ধরে ‘সুপারম্যান’ মানেই ছিল ‘সুপার’। এবার আমি তাঁকে সাধারণ মানুষের কাতারে নিয়ে এসেছি। এমন একজন, যিনি সবার বিপদে পাশে থাকেন।” তিনি বলেন, বিশ্বব্যাপী দর্শকদের এই ভালোবাসা তাঁকে আপ্লুত করেছে।
সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি ইতিবাচক সাড়া পেয়েছে। রটেন টমেটোজে ৮৩ শতাংশ ইতিবাচক রিভিউ এবং মেটাক্রিটিকে ৬৮ স্কোর পেয়েছে ছবিটি। ভ্যারাইটি লিখেছে, “অতিমানবীয় সুপারহিরো সিনেমায় ক্লান্ত দর্শকদের জন্য এটি একটি সতেজ হাওয়া। জেমস গান কমিক বই–নির্ভর সিনেমার প্রতি দর্শকদের বিরক্তি বুঝতে পেরে সুপারহিরো ধারণাটিকে নতুনভাবে উপস্থাপন করেছেন। এটি যেন এই ঘরানার নতুন শুরু।”