Thursday, July 17, 2025

শ্যামল মাওলার ফিরে আসা: পুলিশ চরিত্রে নিজেকে বিশ্বাস করেছি

 

‘আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমার অভিনয় একই রকম হয়ে যাচ্ছে। তাই ব্রেকটা দরকার ছিল,’ গত সোমবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন অভিনেতা শ্যামল মাওলা। বিরতি ভেঙে তিনি আবার কাজে ফিরেছেন। গত ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে সাইকো থ্রিলার সিরিজ ‘কানাগলি’। এতে পুলিশ কর্মকর্তা মাহফুজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।
‘কানাগলি’ নিয়ে শ্যামল বলেন, “যাঁরা সিরিজটি দেখেছেন, তাঁরা গল্প, সংলাপ, অভিনয় ও পরিচালনার প্রশংসা করছেন। কাজটি আমি উপভোগ করেছি। এর পরিকল্পনা, বাজেট—সবকিছুই ভালো ছিল।”
পুলিশ চরিত্রে শ্যামল মাওলাকে খুব একটা দেখা যায়নি। এর আগে জিফাইভের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ পুলিশের ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এবার ‘কানাগলি’তে তিনি কেন্দ্রীয় চরিত্রে। সিরিজের গল্পে শহরে একের পর এক তরুণ খুন হচ্ছেন। খুনিকে ধরতে পুলিশের তদন্তে নামেন মাহফুজ, যিনি তদন্তে নেমে ধন্দে পড়ে যান। শ্যামল বলেন, “চরিত্র ধারণের জন্য তাকে বিশ্বাস করা জরুরি। আমি পুলিশ চরিত্রে অভিনয় করার সময় বিশ্বাস করেছি, আমিই পুলিশ। আমি অপরাধের তদন্ত করে মামলার সুরাহা করতে পারব।”
বিরতির পর ফেরা
নির্মাতা অনম বিশ্বাসের ‘ভাইরাস’ ওয়েব সিরিজের পর বিরতি নিয়েছিলেন শ্যামল। ২০২৩ সালে ‘ভাইরাস’সহ প্রায় আটটি ওটিটি কনটেন্টে কাজ করেছেন তিনি। পাশাপাশি একক নাটক ও টিভিসিতেও ব্যস্ত ছিলেন। ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। বিরতির সময়টা কীভাবে কাটিয়েছেন? শ্যামল বলেন, “কাজ ছাড়া বাসায় ছিলাম, সংসারে সময় দিয়েছি। নিজেকে প্রস্তুত করেছি। এখন আমি পুরোপুরি প্রস্তুত।”
বিরতির আগেই ‘কানাগলি’র কাজ শেষ করেছিলেন তিনি। ফিরে এসে তৌকীর আহমেদের ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’ নিয়ে কাজ শুরু করেছেন। এছাড়া ঈদুল আজহায় ‘মায়াডোর’সহ বেশ কয়েকটি একক নাটকে তাকে দেখা গেছে।
ওটিটিতে আলোচিত শ্যামল
‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে কাজ করে শ্যামল মাওলা ওটিটিতে আলোচিত হয়েছেন। ২০১৮ সালে সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ থ্রিলার দিয়ে ওটিটিতে পা রাখেন তিনি। তিনি বলেন, “ওটিটি আসার পর আশার আলো দেখতে পেয়েছি। যেভাবে কাজ করতে চাইতাম, সেভাবেই কাজ হচ্ছিল। ওটিটির কাজগুলো করে মজা পেয়েছি, সেই সঙ্গে কাজেও জোর দিয়েছি।”
তিন মাধ্যমেই নিয়মিত
ওটিটিতে সাফল্য পেলেও শ্যামল মাওলা সিনেমা ও ছোট পর্দায়ও নিয়মিত কাজ করেন। অনেক শিল্পী বড় পর্দায় কাজ করলে ছোট পর্দায় ফিরতে চান না, আবার কেউ শুধু ছোট পর্দাতেই থাকেন। কিন্তু শ্যামল তিন মাধ্যমেই কাজ করছেন। তিনি বলেন, “মোশাররফ ভাই, চঞ্চলদা সিনেমা, নাটক, ওটিটি—সবই করেন। আমিও করছি। আমি বিভেদ রাখতে চাই না। অভিনয় আমার পেশা, এটাই করতে চাই।”
বড় পর্দায় এখনো উল্লেখযোগ্য সাফল্য পাননি শ্যামল। তিনি বলেন, “সিনেমায় আমি নতুন। চার-পাঁচটি কাজ করেছি। এখনো পুরোপুরি শুরু হয়নি। আমি চেষ্টা করছি।” তাঁর ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যা দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে। তিনি বলেন, “ছবিটির পোস্টপ্রডাকশন চলছে। শিগগিরই সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে। আশা করি, দর্শকের ভালো লাগবে।” এছাড়া একটি অমনিবাস চলচ্চিত্র ও নতুন একটি সিরিজে কাজের কথাবার্তা চলছে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.