১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় দত্তকে সংশোধনাগারে থাকতে হয়েছিল। সেখানে থাকাকালীন তিনি এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। সংশোধনাগারেরই আরেক কয়েদি, মিশ্র নামের এক ব্যক্তি, তার গোঁফ-দাড়ি কামিয়ে দেওয়ার জন্য এসেছিলেন। কথা বলতে গিয়ে সঞ্জয় জানতে পারেন, মিশ্র দুটি খুনের মামলায় ১৫ বছর ধরে বন্দি।
সঞ্জয় বলেন, “দাড়ি কাটার সময় মিশ্রের হাতে রেজার আমার গলার কাছে ছিল। আমি জিজ্ঞেস করলাম, সে কী অপরাধে এখানে আছে। তখন সে জানাল, দুটো খুনের জন্য সে বন্দি। এটা শুনে আমি সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরেছিলাম। ভাবুন, দুটো খুনের আসামি রেজার হাতে আমার দাড়ি কাটছে! এমনই ছিল সংশোধনাগারের জীবন।”
অভিনেতা আরও বলেন, জীবনে তার কোনো কিছু নিয়ে আক্ষেপ নেই। তবে একমাত্র দুঃখ, তার মা-বাবা খুব তাড়াতাড়ি চলে গেছেন। ১৯৮১ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে তার মা নার্গিস এবং ২০০৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা সুনীল দত্ত মারা যান।
উল্লেখ্য, সঞ্জয় দত্তের নতুন সিনেমা ‘বাগী ৪’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন টাইগার শ্রফ, হরনাজ সন্ধু ও সোনম বাজওয়া।