জানা যায়, সালমান খানের ‘যুবরাজ’ সিনেমার সেটে পরিচয় হয় জেরিনের সঙ্গে। প্রথম দেখাতেই মুগ্ধ হন সালমান, সিদ্ধান্ত নেন পরবর্তী সিনেমায় তাকে নায়িকা করবেন। সেই সিদ্ধান্তের বাস্তব রূপই ছিল ‘বীর’। এরপর ‘রেডি’, ‘হাউজফুল-২’, ‘হেইট স্টোরি-৩’ সহ বলিউড ও দক্ষিণী সিনেমায় দেখা গেছে তাকে। এক সময় গুজব উঠেছিল, সালমান খানের সঙ্গে তার প্রেম চলছে। তবে নানা আলোচনার মধ্যেও বলিউডে খুব বেশি দূর এগোতে পারেননি জেরিন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম ভি একেলে, তুম ভি একেলে’ সিনেমায়।
এছাড়া মিউজিক ভিডিওতেও কাজ করেছেন জেরিন খান। ২০২২ সালে জাভেদ আলী ও রাগঘের গাওয়া ‘ঈদ হো যায়েগি’ গানে নেচে আলোচনায় এসেছিলেন। এরপর অনেকটাই অন্তরালে চলে যান তিনি।
তবে এবার খবরের শিরোনামে এসেছেন এক নতুন পরিচয়ে। সম্প্রতি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে নিজের নতুন উদ্যোগ ‘হ্যাপি হিপ্পি’ চালু করার ঘোষণা দেন জেরিন। এটি একটি ওয়েলনেস ব্র্যান্ড, যেখানে গুরুত্ব পাচ্ছে আত্ম-যত্ন, ইতিবাচকতা এবং সচেতন জীবনযাপন।
জেরিন বলেন, “এমন কিছু যা আপনার যত্ন নেবে, এমনকি তখনও যখন আপনি নিজেই নিজের যত্ন নেন না! আমরা সেটা করে দেখাব।” ভক্তদের নতুন উদ্যোগের অফারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই ব্র্যান্ডের প্রতিটি পণ্যই তৈরি হয়েছে মানুষের আরাম, সুস্থতা ও স্টাইলকে গুরুত্ব দিয়ে।
ব্যক্তিজীবনে জেরিন বিশ্বাস করেন মানসিক সুস্থতা, শারীরিক ইতিবাচকতা এবং লয়েল থাকা একজন মানুষের পরম গুণ। সেই বিশ্বাস থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তার মতে, এ ব্যবসায়িক প্রচেষ্টা শুধু অর্থ উপার্জনের জন্য নয়, বরং মানুষের ব্যস্ত জীবনের মাঝেও থেমে একটু নিঃশ্বাস নেওয়ার এবং আত্ম-ভালবাসার বার্তা ছড়িয়ে দেওয়াই প্রধান লক্ষ্য।
জেরিনের এই নতুন যাত্রা বলিউডের গ্ল্যামার জগতের বাইরে গিয়েও তাকে প্রতিষ্ঠা করতে পারে একজন সচেতন জীবনযাপন ও সামগ্রিক সুস্থতার প্রবক্তা হিসেবে। সময় বলবে, এই রূপান্তর তাকে কোথায় নিয়ে যায়। তবে এটুকু স্পষ্ট, জেরিন এখন আর কেবল অভিনেত্রী নন, একজন নতুন যুগের নারী উদ্যোক্তা।