গত ১৪ আগস্ট ম্রুণাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, তিনি তার শব্দচয়নের ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত ছিল। যদিও তিনি বিবৃতিতে কারও নাম উল্লেখ করেননি, তবে এটি স্পষ্টতই ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়া। ভিডিওতে ম্রুণাল এক অভিনেতাকে বলেছিলেন, “তুমি কি এমন মেয়েকে বিয়ে করতে চাও, যিনি মাসকুলার? তাহলে গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো, ঠিক আছে?”
৩৩ বছর বয়সী এই অভিনেত্রী তার বিবৃতিতে বলেন, “১৯ বছর বয়সে আমি অনেক নির্বোধ মন্তব্য করেছি। তখন আমি বুঝতে পারিনি আমার কথার কতটা প্রভাব পড়তে পারে, এমনকি মজার ছলে বলা কথাও কাউকে কষ্ট দিতে পারে। আমি জানি সেটা কষ্ট দিয়েছে, আর তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।”
তিনি আরও যোগ করেন, “আমার উদ্দেশ্য কখনোই কাউকে শরীর নিয়ে অপমান করা ছিল না। এটা একটা মজার আলাপচারিতা ছিল, যার মাত্রা ঠিক ছিল না। আমি বুঝি, সেটা কেমন শোনাচ্ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝেছি, সৌন্দর্য অনেক রকমের হতে পারে এবং এখন আমি এই ভাবনার মূল্য দিই।”
এদিকে, সম্প্রতি ম্রুণাল দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জনের কারণে খবরের শিরোনামে ছিলেন। এর মধ্যেই পুরোনো ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে ক্ষমা চাইতে হলো।