সম্প্রতি শ্রীলংকার আহানগামা সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি টয়া তার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিতে তাকে সমুদ্রসৈকতে বিভিন্নভাবে পোজ দিতে দেখা গেছে। এর আগেও তিনি শ্রীলংকার অন্যান্য সৈকতে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছিলেন। এবারের পোস্টে তিনি ক্যাপশন দিয়েছেন—‘ফ্রম ক্যাসল টু কুল’।
টয়ার এই ছবিগুলো ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। নেটিজেনরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “ভালোবাসা অবিরাম।” আরেকজন মন্তব্য করেছেন, “খুব সুন্দর লাগছে।” অনেকেই টয়াকে শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, মুমতাহিনা চৌধুরী টয়া ১৯৯১ সালের ২৪ এপ্রিল রাঙামাটিতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি টয়া নামেই বেশি পরিচিত। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা স্কুলশিক্ষিকা। দুই বোনের মধ্যে টয়া ছোট। ২০১০ সালে তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন।
ব্যক্তিগত জীবনে টয়া বিবাহিত। ২০১৯ সালে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার সময় অভিনেতা সায়েদ জামান শাওনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তিনি শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
টয়ার ভক্ত-অনুরাগীরা তার নতুন প্রকল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার শ্রীলংকার ছবি এবং নতুন কাজের ঘোষণা বিনোদন জগতে নতুন উৎসাহ সৃষ্টি করেছে।