মেহজাবীন মেহা এই অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবার একই মঞ্চে গান করেছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং অনুপ্রেরণাদায়ক মুহূর্ত। আমি নিজেই তার একজন ভক্ত। মিশিগানে প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিতি ছিল। তাদের ভালোবাসা ও উৎসাহে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম।’
তিনি আরও জানান, এই আয়োজনে তাদের সঙ্গে আরও বেশ কিছু গুণী শিল্পী ছিলেন। বাংলাদেশ থেকে এসেছিলেন সাজ্জাদ পারভেজ, যার সঙ্গেও এটি ছিল মেহজাবীনের প্রথম শো। এছাড়া রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী, চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা দীঘি তাদের পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে রাখেন।
মেহজাবীন মেহা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘আমি আরও ভালো কাজ করতে চাই। মৌলিক গান নিয়েও কাজ চলছে। খুব শিগগিরই কয়েকটি নতুন গান প্রকাশিত হবে।’
বাংলা মেলা ২০২৫-এ জেমস ও মেহজাবীনের এই পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, এবং এটি মেহজাবীনের ক্যারিয়ারে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।