টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন সাফল্যের শীর্ষে। তাঁর বিকিনি লুক টালিউড থেকে বলিউড পর্যন্ত ঝড় তুলেছে। আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পেতে চলা ‘রক্তবীজ ২’ সিনেমায় ‘সংযুক্তা মিত্র’ চরিত্রে তিনি দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। এই ছবিতে তিনি শুধু লাস্যময়ী রূপেই নয়, অ্যাকশনেও মুগ্ধ করবেন।
এদিকে, চলতি বছরেই শুরু হতে পারে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। বিক্রম মোতওয়ানে পরিচালিত এই সিনেমায় মিমি অভিনয় করবেন সৌরভের স্ত্রী ‘ডোনা গাঙ্গুলী’র চরিত্রে। এছাড়াও আরেকটি চমক অপেক্ষা করছে। শোনা যাচ্ছে, মিমি এবার বলিউডের খ্যাতনামা পরিচালক সুজিত সরকারের সঙ্গেও কাজ করতে চলেছেন।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে মিমির এটি চতুর্থ সিনেমা। এর আগে ‘পোস্ত’, ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ এবং ‘রক্তবীজ’ ছবিতে তিনি দর্শকদের মন জয় করেছেন। ‘রক্তবীজ ২’-এ তিনি একজন দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় থাকলেও একটি স্বপ্নদৃশ্যে তাঁর বিকিনি লুক ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই লুকের জন্য তাঁর তুলনা করা হচ্ছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির ‘ওয়ার ২’ ছবির বিকিনি লুকের সঙ্গে।
মিমির এই সাহসী রূপ কি বলিউডের নজর কেড়েছে? এই প্রশ্নে অভিনেত্রী নিজে নীরব থাকলেও টালিউডের অন্দরের খবর, মিমি একটি প্রথম সারির গহনা প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন। পূজার জন্য এই সংস্থা একটি বিজ্ঞাপনী ছবি নির্মাণ করছে, যা পরিচালনা করবেন ‘পিঙ্ক’ খ্যাত সুজিত সরকার। এই বিজ্ঞাপনী ছবিতে মিমির উপস্থিতি দর্শকদের জন্য আরেকটি বড় চমক হতে চলেছে।