ম্যাডক ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়ালের মতো তারকারা।
সম্প্রতি সিনেমাটির টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাশমিকার নতুন লুক নিয়ে চলছে উচ্ছ্বাস। খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাঁর চরিত্রে ফুটে উঠেছে রহস্যময় ছোঁয়া। সিনেমায় তাঁর চরিত্রের নাম ‘তাদাকা’, যিনি আলো-অন্ধকারের মাঝে ভালোবাসা ও ভয়ের এক অনন্য গল্প উপস্থাপন করবেন।
অন্যদিকে, আয়ুষ্মান খুরানা অভিনয় করেছেন ‘অলোক’ চরিত্রে, যিনি মানুষের শেষ আশা-ভরসার প্রতীক। তাদাকা অলোকের প্রেমে পড়েন। কিন্তু তাদের প্রেমের গল্পে বাধা হয়ে আসে অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’, যার ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়া, পরেশ রাওয়াল তাঁর কৌতুকরসে সিনেমায় যোগ করবেন বাড়তি মজা।
ম্যাডক ফিল্মস এর আগে ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ এবং ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। এবার ‘থামা’ নিয়ে তারা ভূতুড়ে দুনিয়ায় এক অন্ধকার অতীতের ছায়ায় ভিন্নস্বাদের প্রেমের গল্প ফুটিয়ে তুলতে চলেছে।