এর মধ্যেই গত ৭ আগস্ট রাতে শাকিব খান তার সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। ভক্ত-অনুসারীদের উদ্দেশে তিনি লিখেছেন, “দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।” তিনি আরও বলেন, “বিশ্বাস করুন— এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইল।”
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে শাকিব খান দেশে ফিরবেন। সেপ্টেম্বর থেকে তিনি নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত একটি সিনেমার শুটিং শুরু করবেন, যেটি আগামী ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে। এরপর তিনি আবু হায়াত মাহমুদ পরিচালিত আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন, যা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।