সারা দেশে কণ্ঠশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন আঁখি আলমগীর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত এই গায়িকা গানের পাশাপাশি এখনো অভিনয়ের প্রস্তাব পেয়ে চলেছেন। তবে অভিনয়ের প্রতি তার আগ্রহ নেই বলে বরাবরই স্পষ্ট করে জানিয়ে এসেছেন তিনি।
১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত আমজাদ হোসেনের ‘ভাত দে’ চলচ্চিত্রে প্রথম ও শেষবারের মতো অভিনয় করেছিলেন আঁখি। এই চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর নব্বইয়ের দশকে প্লেব্যাক গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন। কিন্তু প্রতিবারই তিনি বিনয়ের সঙ্গে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে আঁখি জানান, সম্প্রতি এম এস প্রোডাকশনের একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, “আমি অবাক হইনি, কারণ এমন প্রস্তাব প্রায়ই আসে। আমি প্রযোজককে জানিয়েছি, গানই আমার প্রথম পছন্দ। অভিনয় করতে চাইলে এতদিন নিয়মিত অভিনয়ে চলে যেতাম। তবে প্রস্তাব দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।”
আঁখি আরও পরামর্শ দিয়েছেন, বর্তমান সময়ের প্রতিভাবান অভিনেত্রীদের নিয়ে কাজ করতে। তিনি বলেন, “গানেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিনয়ের প্রতি আমার কোনো ইচ্ছা নেই।”
‘জল পড়ে পাতা নড়ে’ গানের এই কণ্ঠশিল্পী তার সুরেলা কণ্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করতে থাকবেন বলে জানিয়েছেন।