Thursday, August 14, 2025

আমজাদ হোসেনের জন্মদিন: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির জানা-অজানা কিছু তথ্য

 আজ ১৪ আগস্ট, প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে জামালপুরে জন্মগ্রহণ করেছিলেন লেখক, অভিনেতা ও পরিচালক আমজাদ হোসেন। তাঁর জন্মদিন উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর জীবন ও কাজের কিছু জানা-অজানা তথ্য।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিল আমজাদ হোসেনের। তৃতীয় শ্রেণিতে থাকতেই তিনি প্রথম ছড়া লেখেন, যা ‘আজাদ’ পত্রিকার শিশু পাতায় প্রকাশিত হয়। ম্যাট্রিক পাসের পর কলেজে ভর্তি হওয়ার সময় গোপনে কলকাতার ‘দেশ’ পত্রিকায় কবিতা পাঠান। প্রকাশের আগে সম্পাদক সাগরময় ঘোষ তাঁকে চিঠি পাঠান। পঞ্চাশের দশকে ঢাকায় এসে তিনি সাহিত্য ও নাট্যচর্চায় জড়িয়ে পড়েন।

চলচ্চিত্রে আমজাদ হোসেনের পথচলা শুরু হয় অভিনয়ের মাধ্যমে। ১৯৬১ সালে ‘তোমার আমার’ সিনেমায় প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান। পরবর্তীতে তিনি কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরে নিজেই পরিচালনায় নামেন এবং উপহার দেন একের পর এক জনপ্রিয় বাংলা চলচ্চিত্র।

মুক্তিযুদ্ধ-পূর্বকালীন ‘জীবন থেকে নেয়া’ সিনেমা, যা স্বাধীনতা আন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেছিল, তার কাহিনি ও সংলাপ রচয়িতা ছিলেন আমজাদ হোসেন। গ্রামবাংলার ভালোবাসার গল্পে অমর ‘সুজন সখী’ এবং পৌরাণিক কাহিনির জনপ্রিয় ছবি ‘বেহুলা’র সংলাপও তাঁর লেখা। এছাড়া ‘ধারাপাত’, ‘আনোয়ারা’, ‘আবার তোরা মানুষ হ’, ‘জয়যাত্রা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো দর্শকপ্রিয় ছবির কাহিনিকার তিনি।

অভিনেতা হিসেবেও আমজাদ হোসেন ছিলেন সমান জনপ্রিয়। ‘জীবন থেকে নেয়া’র ‘মধু ভাই’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। এছাড়া ‘হারানো দিন’, ‘আগুন নিয়ে খেলা’, ‘বেহুলা’, ‘প্রাণের মানুষ’, ‘প্রেমী ও প্রেমী’ সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। ঈদের বিনোদনের অংশ হিসেবে জনপ্রিয় টিভি সিরিজ ‘জব্বর আলী’র শিরোনাম চরিত্রে তিনিই অভিনয় করেছিলেন। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’র কালজয়ী গানগুলোর রচয়িতাও তিনি।

তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

অভিনেত্রী মৌসুমী তাঁর সাক্ষাৎকারে বলেন, আমজাদ হোসেনের পরিচালনায় ‘গোলাপী এখন বিলাতে’ ছবির শুটিংয়ের জন্য তাঁকে এক দিনের কথা বলে কমলাপুর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই শুটিং গাজীপুর হয়ে ময়মনসিংহ পর্যন্ত গড়ায় এবং চার দিন সময় লাগে। তিনি বলেন, আমজাদ হোসেন শিল্পীদের মন বুঝতে পারতেন, কখনো জোর করেননি বা ধমক দেননি।

২০১৮ সালের ১৪ ডিসেম্বর ৭৬ বছর বয়সে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন প্রয়াত হন। তাঁর সৃজনশীল কাজ বাংলা চলচ্চিত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.