বলিউডের প্রথম সারির অভিনেত্রী কৃতি শ্যানন নারী ও পুরুষের পারিশ্রমিকের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিয়ে সরব হয়েছেন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাতকারে তিনি চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে চলে আসা লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, একই পরিমাণ কাজ করার পরও কেন নারী ও পুরুষের বেতনে পার্থক্য থাকবে?
নিজের পরিশ্রম ও প্রতিভার জোরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন কৃতি শ্যানন। একাধিক প্রতিকূলতার মধ্যেও তিনি আশাবাদী। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিষয়ভিত্তিক চলচ্চিত্র এখন ধীরে ধীরে দর্শকদের মন জয় করছে। তিনি প্রযোজকদের প্রতি আহ্বান জানান, নারীকেন্দ্রিক চলচ্চিত্রে আরও বিনিয়োগ ও ঝুঁকি নেওয়ার জন্য।
কৃতি উল্লেখ করেন, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ক্রু’ চলচ্চিত্রে তিনজন নায়িকা—কৃতি শ্যানন, কারিনা কাপুর খান ও টাবু—মুখ্য ভূমিকায় ছিলেন। এই ছবি বিশ্বব্যাপী প্রায় ১৫৭ কোটি টাকার ব্যবসা করেছে, যা তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন।
কৃতি শ্যানন বলেন, “সব শিল্পের কথা মাথায় রেখে বলছি, আমি বুঝি না কেন পারিশ্রমিকে এত পার্থক্য থাকে? কিছু কাজের ক্ষেত্রে আপনি পুরুষ না নারী, তা কোনো বিষয়ই নয়। পারিশ্রমিক তখন সমান হওয়া উচিত। চলচ্চিত্র জগতে এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, এবং এই বৈষম্য আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়।”
তিনি আরও বলেন, নারীকেন্দ্রিক চলচ্চিত্রের ক্ষেত্রে পুরুষকেন্দ্রিক চলচ্চিত্রের তুলনায় কম বাজেট বরাদ্দ করা হয়। এর কারণ হলো, প্রযোজকরা সন্দিহান থাকেন যে নারীকেন্দ্রিক ছবি থেকে পর্যাপ্ত লাভ হবে কিনা। তিনি বলেন, “এটা একটা চক্রের মতো। নারীকেন্দ্রিক ছবি পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় কম ব্যবসা করে, আর তাই ধরে নেওয়া হয় যে অভিনেত্রীদের পারিশ্রমিক কম হবে, অভিনেতাদের বেশি।”