দীর্ঘদিন ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে যিশু ও শুভশ্রীর মধ্যে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব। যদিও বড়পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি, তবে রিয়্যালিটি শোর মঞ্চে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে শুভশ্রীর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে, যিশু কিছুদিন শহরের বাইরে থাকলেও এখন টালিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। কিছুদিন আগে তার দিদি রাই সেনগুপ্ত সামাজিক মাধ্যমে যিশুর একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাকে ঘরোয়া অবতারে দেখা গেছে।
শুটিং সেটে এ দিন হাসিখুশি মেজাজে ছিলেন দুই তারকা। যিশু হাসতে হাসতে ক্যামেরার সামনে ‘শর্ত’ দেন, যেন শুটিংয়ে শুধু শুভশ্রীকেই ফোকাস করা হয়। শুভশ্রীর সাম্প্রতিক সিনেমা ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’ মুক্তির পর দর্শকদের কাছে তার পরিণত অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। যিশু মনে করেন, এ বছরটা শুভশ্রীর জন্য বিশেষ। তিনি বলেন, “এ বছরটা শুধু শুভশ্রীর। তাই ওর সিনেমাগুলোই বেশি তুলে ধরা উচিত।”
যিশুর এই প্রশংসা শুনে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি শুভশ্রী। তিনি যিশুকে উড়ন্ত চুমু ছুড়ে বলেন, “তোমায় ভালোবাসি, যিশুদা।” এই মুহূর্তে তাদের শারীরিক ভাষা ও রসায়ন দেখে মনে হচ্ছে, ভবিষ্যতে হয়তো এই জুটিকে বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে।