কয়েক মাস ধরে চলা গুঞ্জন সত্যি হলো। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তাঁর স্বামী, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা শিগগিরই বাবা-মা হতে চলেছেন। সোমবার (২৫ আগস্ট) পরিণীতি নিজেই সামাজিক মাধ্যমে এই সুখবর ঘোষণা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পরিণীতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, একটি ছোট কেকের ওপর দুটি ক্ষুদ্র পায়ের ছাপ এবং লেখা রয়েছে—“1+1=3”। এই ছবি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। ক্যাপশনে পরিণীতি লিখেছেন, “আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদপুষ্ট।”
এই ঘোষণার আগে রাঘব চাড্ডা কয়েক সপ্তাহ আগে কপিল শর্মার শোতে মজা করে বলেছিলেন, শিগগিরই তারা একটি সুখবর দিতে চলেছেন। সে সময় পরিণীতির অবাক প্রতিক্রিয়া নজর কেড়েছিল। এবার তাঁদের সাম্প্রতিক পোস্টে সেই ইঙ্গিতের প্রমাণ মিলল।
পরিণীতি ও রাঘব শুধু কেকের ছবিই শেয়ার করেননি, একটি ভিডিওতেও ধরা দিয়েছেন। ভিডিওতে দেখা যায়, সকালে রাঘব তাঁর স্ত্রীকে নিয়ে হাঁটছেন। কাজের ব্যস্ততার মাঝেও পরিণীতির পাশে থাকার এই দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়েছে।
সুখবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়েছে। হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী এই দম্পতিকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালে পরিণীতি ও রাঘবের বিয়ে হয়। মাত্র দুই বছরের মধ্যেই তাদের ঘরে আসছে নতুন অতিথি।