প্রতিবেদনে বলা হয়, ‘আবির গুলাল’ সিনেমাটির মুক্তির তারিখ প্রথমে নির্ধারিত ছিল গত ৯ মে। কিন্তু এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জেরে ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়। ফলে ভারতীয় প্রযোজকরা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সিনেমা মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হন।
দীর্ঘ বাধার পর অবশেষে ‘আবির গুলাল’ আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য প্রস্তুত। সিনেমাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ৭৫টিরও বেশি দেশে মুক্তি পাবে। যুক্তরাজ্যে এটি পরিবেশন করবে ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড।
আরতি এস বাগদি পরিচালিত এই সিনেমায় ফওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী বাণী কাপুর। এছাড়া লিসা হেডন, ফরিদা জালাল, সোনি রাজদান, পরমিত সেঠি ও রাহুল ভোহরা সহায়ক চরিত্রে রয়েছেন। চলচ্চিত্রটি দুই আত্মার গল্প বলে, যারা অপ্রত্যাশিতভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়ে প্রেমে পড়ে।
ফওয়াদ খানের ভক্তদের জন্য এটি একটি উল্লেখযোগ্য ঘটনা, কারণ নয় বছর পর তিনি বলিউডে ফিরছেন। তবে পাকিস্তানে এই সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ সেখানে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ।