‘সহজ পাঠের গপ্পো’ ছবিতে মানস মুকুল অত্যন্ত সহজ ও সাবলীলভাবে গ্রামীণ জীবনের গল্প তুলে ধরেছিলেন। নয় বছর পেরিয়ে গেলেও ছবিটির সৌরভ এখনো দর্শকদের মনে তাজা। নতুন ছবি ‘চণ্ডীকথা’-তে তিনি জাতপাত, অস্পৃশ্যতা, কুসংস্কার, শোষণ এবং বন্ধুত্বের কাহিনি নিয়ে কাজ করছেন। পঞ্চাশের দশকের মুর্শিদাবাদ জেলার এক প্রত্যন্ত গ্রামের পটভূমিতে এই ছবির গল্প বোনা হয়েছে। ছবিটি দুই কিশোরের জীবনযুদ্ধের মাধ্যমে সমাজের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের সুর তুলবে।
ছবির দুই কেন্দ্রীয় চরিত্র মুচি ও ডোম সম্প্রদায়ের দুই কিশোর। তাদের জীবনে জাতপাত, অস্পৃশ্যতা এবং তথাকথিত উচ্চবর্গের মানুষের অত্যাচার ও বৈষম্যের মুখোমুখি হতে হয়। তবুও তাদের অটুট বন্ধুত্ব এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা সমাজের এই ভেদাভেদ ও কুসংস্কারকে চ্যালেঞ্জ করে। পরিচালক মানস মুকুল এই ছবির মাধ্যমে বৈষম্য ও অন্ধবিশ্বাসের মাঝেও ঐক্য ও মানবিকতার জয়গান গাইতে চান।
‘চণ্ডীকথা’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন নুর ইসলাম ও সামিউল আলম, যারা ‘সহজ পাঠের গপ্পো’ ছবিতেও অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ছবিটি আগামী বছর মুক্তি পাবে, তবে মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
মানস মুকুল পালের এই নতুন প্রয়াস দর্শকদের মনে আরেকটি অমলিন ছাপ রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।