উর্বশী জানান, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট উপভোগ করতে মুম্বাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডনে যান তিনি। ব্যাগে টিকিটের ট্যাগ সংযুক্ত থাকা সত্ত্বেও গ্যাটউইক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট থেকে তার ব্যাগটি গায়েব হয়ে যায়। তিনি এমিরেটস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা পাননি। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, “একজন গ্লোবাল আর্টিস্ট ও এমিরেটসের প্ল্যাটিনাম সদস্য হিসেবে, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ব্যাগ চুরি হয়েছে। অবিচার সহ্য করা মানে আরও অবিচারকে আমন্ত্রণ জানানো।” তিনি জরুরি পদক্ষেপ ও ব্যাগ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই ঘটনা শুধু উর্বশীর ব্যক্তিগত ক্ষতিই নয়, আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপরও প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, ঘটনার দিন তিনি সাদা রঙের ঘেরওয়ালা পোশাকে ছিলেন, তবে তার বাদামি রঙের ব্যাগটি চারটি লাবুবু পুতুল দিয়ে সজ্জিত থাকায় নজর কেড়েছিল। এই পুতুলগুলো আসল না নকল, তা নিয়েও নেটদুনিয়ায় বিতর্ক হয়েছিল।
উর্বশী বরাবরই তার পোশাক, বক্তব্য ও সামাজিক মাধ্যমের কনটেন্ট নিয়ে আলোচনায় থাকেন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরে সমালোচনার মুখে পড়েছিলেন। নিজের নামে মন্দিরের কথা বলেও তিনি হাসির খোরাক হয়েছিলেন। চলতি বছর তাকে ‘ডাকু মহারাজ’ সিনেমায় প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণনের সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নাচতে দেখা গেছে, যা নিয়েও বিতর্ক হয়। বর্তমানে তার হাতে হিন্দি ভাষার ‘কাসুর টু’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং তেলেগু ভাষার ‘ব্ল্যাক রোজ’ সিনেমার কাজ রয়েছে।
এই চুরির ঘটনার পাশাপাশি, উর্বশীর পরিবার সম্প্রতি তার প্রাক্তন ম্যানেজার বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত আর্থিক প্রতারণা ও চুরির অভিযোগ তুলেছে। এসব ঘটনা তাকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বা এমিরেটস এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উর্বশীর ভক্ত ও নেটিজেনরা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।