ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হয়েছেন। কণ্ঠশিল্পী কোনালের গাওয়া ‘ময়না’ গানের ভিডিওতে তিনি অভিনয় করেছেন। চলতি সপ্তাহে ইউটিউবে মুক্তি পাওয়া এই গানটি মাত্র চার দিনের মধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
এর আগে বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’-র গান ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। কিন্তু এবার তাকে টপকে শীর্ষ স্থান দখল করেছে বুবলীর ‘ময়না’। দর্শকরা গানটিকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন। বুবলীর সঙ্গে এই গানে জুটি বেঁধেছেন মডেল শরাফ আহমেদ জীবন। তাদের উপস্থিতি গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে বলে মনে করছেন দর্শকরা। বিশেষ করে বুবলীর গ্ল্যামার দর্শকদের মন ছুঁয়েছে। ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে বুবলী-শরাফ জুটির পারফরম্যান্সের প্রশংসায় ভাসছে।
‘ময়না’ গানটি মুক্তির পর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ও ইউটিউবে ব্যাপক সাড়া পাচ্ছে। ইউটিউবে গানটির ভিউ ইতোমধ্যে এক মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে এবং মন্তব্য পড়েছে আড়াই হাজারেরও বেশি। নেটিজেনরা গানটির সিনেম্যাটিক ধাঁচ, সুর ও ভিডিও নির্মাণের ভূয়সী প্রশংসা করেছেন।
গানটির গীতিকার আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোনালের সঙ্গে গানটির একাংশে কণ্ঠ দিয়েছেন নিলয়।
দর্শকদের ভালোবাসায় উচ্ছ্বসিত শবনম বুবলী বলেন, “এই কাজটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। গানটি দর্শকদের পছন্দ হওয়ায় খুব ভালো লাগছে।”
অন্যদিকে, গানটির সাফল্যে আনন্দিত কণ্ঠশিল্পী কোনাল বলেন, “দর্শক-শ্রোতারা গানটিকে আপন করে নিয়েছেন। এটি আমাদের পুরো টিমের পরিশ্রমের সার্থকতা।”