ইতোমধ্যে শিক্ষকতার ক্ষেত্রে অর্ধযুগ পার করে ফেলেছেন এই সংগীতশিল্পী। আজ, ২৭ জুলাই, তার জন্মদিন। এই বিশেষ দিনটি উদযাপন ও তার শিক্ষকতা জীবন প্রসঙ্গে তিন্নি বলেন, “জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। সুস্থ ও সুন্দরভাবে জীবনটা উদযাপন করে যেতে চাই। আমার মূল পরিচয় আমি একজন সংগীতশিল্পী। গান গাইতেই আমার বেশি ভালো লাগে। তবে শিক্ষকতা করতেও আমার খুব ভালো লাগে।”
তিনি আরও বলেন, “ছোট ছোট বাচ্চাদের গল্প আর গানের মাধ্যমে শিক্ষা দিতে যে কতটা ভালো লাগে, তা ভাষায় প্রকাশ করা যায় না। সবার কাছে দোয়া চাই, যেন শিক্ষকতা পেশায় নিয়মিত থাকতে পারি এবং গানের জগতেও ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারি।”
উল্লেখ্য, তিন্নির কণ্ঠে প্রকাশিত শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’, ‘শরত আমার স্নিগ্ধতা’, ‘শতশত রাত’ এবং ‘চেয়েছি তোমায়’। এই গানগুলো তাকে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।