এ প্রশ্নের জবাবে ববি বলেন, “পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সব সময় ভালো লাগে। আমার কখনো ইচ্ছা হয়নি দেশ ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।”
গত বছরের ঈদে তার অভিনীত ‘ময়ুরাক্ষী’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও তিনি জানান, “দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হব। অস্ট্রেলিয়া থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজের প্রস্তাব পেয়েছি।”
ইতোমধ্যে ববি কে এ নিলয় পরিচালিত ‘বউ’ এবং অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ নামে দুটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। এ ছাড়া তার হাতে রয়েছে ‘দিওয়ানা’ ও ‘তছনছ’ নামে আরও দুটি সিনেমা। এই চারটি সিনেমা নিয়ে ববি বড় পর্দায় ফিরছেন, যা তার ভক্তদের মধ্যে নতুন করে উৎসাহ জাগিয়েছে।