রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ছবিগুলো ‘gima_ashi’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ মে প্রকাশিত কিছু ছবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ছবিগুলোতে নারীর মুখমণ্ডল ছাড়া অন্যান্য উপাদানে মিল পাওয়া গেছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, গারিমা চৌরাশিয়া একজন জনপ্রিয় ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল, এবং মূল ছবিগুলো তারই।
অনুসন্ধানে দেখা গেছে, এআই প্রযুক্তির মাধ্যমে গারিমার ছবিতে তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছে, যার ফলে সম্পাদিত ছবিগুলো তৈরি হয়েছে। রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে যে, তাসনিয়া ফারিণের ছবি দাবিতে প্রচারিত এই ছবিগুলো সম্পূর্ণ সম্পাদিত এবং মিথ্যা।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর একটি উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে রিউমর স্ক্যানার।