শামসুল হক ফাউন্ডেশন তাদের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। ফাউন্ডেশন জানায়, “এই মানবিক উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান। ফাউন্ডেশনের উদ্যোগে ও অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ২৫ জুলাই ভোর ৬টায় রইস উদ্দিন ওমরাহর উদ্দেশে রওনা দেন।”
গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ি হাটে তার লালিত গরু বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এক ক্রেতার কাছ থেকে পাওয়া এক লাখ ২৩ হাজার টাকার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই জাল নোট হিসেবে প্রমাণিত হয়। এই প্রতারণার ঘটনায় হতাশায় কেঁদে ওঠেন রইস উদ্দিন, এবং তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনা গোটা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে রইস উদ্দিনের দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা মহল থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। এরই মধ্যে অপু বিশ্বাস তার মানবিক উদ্যোগের অংশ হিসেবে রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। এই উদ্যোগে শামসুল হক ফাউন্ডেশনের সহযোগিতায় রইস উদ্দিনের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ হয়।
এই মানবিক কাজের জন্য অপু বিশ্বাস এবং শামসুল হক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। এই ঘটনা সমাজে সহানুভূতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।