ছবিতে মধুবনীর স্ফীতোদরের সামনে বসে থাকতে দেখা গেছে রাজা গোস্বামীকে। ছবির ক্যাপশনে মধুবনী লিখেছেন, “আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের চমকে দেওয়ার জন্য নানা রকম মজার রাস্তা খুঁজে নেয়।” তিনি আরও জানান, “এ সুখবরটি সম্পূর্ণ অপরিকল্পিত। সত্যি বলতে আমরাও এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যেহেতু বিষয়টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামীকালের দিনটাই বেছে নিয়েছি।”
মধুবনী আরও লিখেছেন, “সুখবরই দেব। তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনো যোগ নেই। এটি অন্য বিষয়।” এই পোস্টে ভক্তরা ধরে নিয়েছেন যে অভিনেত্রী দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে মধুবনী বলেন, “সেটিও হতে পারে। তবে এখনই খোলাসা করে কিছু বলা যাবে না।”
ইতিমধ্যে এই তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। মধুবনী ও রাজার প্রথম সন্তান কেশবের জন্মের পর থেকে অভিনেত্রী অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও ভ্লগিং ও তার বিউটি পার্লার ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেটে তাদের প্রেম শুরু হয়, যা পরে বিয়েতে রূপ নেয়।
নেটিজেনদের একাংশ মধুবনীর এই পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করলেও, অভিনেত্রী এর আগে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের কারণে কটাক্ষের মুখে পড়েছিলেন। তবে, এই সুখবরে ভক্তরা তাদের ভালোবাসা ও আনন্দ প্রকাশ করছেন।