আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে সৃজনশীল পাঠশালা চারুপুথির আয়োজনে রাজধানীর কলাবাগানে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে ছিল ছবি আঁকা, ইনভেন্টরস পাপেটের পাপেট শো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিশুদের দ্বারা ৫ হাজার ফিট লম্বা কাগজের রোলে সুন্দরবন, প্রাণ-প্রকৃতি ও বাঘের ছবি আঁকা। বছরব্যাপী এই কার্যক্রম আগামী আন্তর্জাতিক বাঘ দিবসে সমাপ্ত হবে।
ঢাকার আয়োজনের পর এই কাগজের রোল একটি ক্যারাভ্যান ভ্যানের মাধ্যমে দেশের বিভাগীয় শহরগুলোতে পৌঁছাবে। সেখানে কোমলমতি শিশুরা এই বিশাল আয়োজনের অংশ হবে। এরপর এই ছবি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর জন্য জমা দেওয়া হবে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা শিশু-কিশোরসহ সব বয়সের মানুষকে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় উদ্বুদ্ধ করতে চান, যাতে ভবিষ্যৎ পৃথিবী হয় আরও ন্যায্য, নিরাপদ ও টেকসই।