একসময় চাকরি ছেড়ে অভিনয় জগতে পা রাখা অরিজিতা তার সংগ্রামের কথা শেয়ার করে বলেন, “সিরিয়াল আমার কাছে রুটিরুজির মূল পথ। চাকরি ছেড়ে এই অনিশ্চিত দুনিয়ায় পা রেখেছিলাম। দিনের শেষে নিজের চাহিদা পূরণের জন্য ধারাবাহিকে অভিনয় করা সত্যিই প্রয়োজন।”
অভিনয়ে পা রাখার এক বছরের মাথায় কোভিড মহামারী শুরু হয়, যখন ইন্ডাস্ট্রি টালমাটাল অবস্থায় ছিল। সে সময় কাজ পাওয়ার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে। অরিজিতা বলেন, “তখন প্রতিষ্ঠিত শিল্পীদের সুযোগ না দিয়ে আমায় কেন নেবে? প্রতিদিন লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়তাম। শুরুর দিকে আমার চেহারা নিয়ে ভয়ংকর সমালোচনার মুখোমুখি হয়েছি। অনেক জায়গায় বাদ পড়েছি। এমনও হয়েছে, শুটিংয়ের দুই দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে আমাকে বাদ দেওয়া হয়েছে। কেউ বলেছে মোটা, কেউ বলেছে দেখতে খারাপ। দীর্ঘদিন অবসাদে ভুগেছি। ১৮ দিন আয়নার সামনে দাঁড়াতে পারিনি।”
এই কঠিন সময়ে অরিজিতাকে সাহায্য করেছেন তার বন্ধুরা। তিনি বলেন, “মা-বাবার পরে আমার জীবনে বন্ধুদের ছাড়া আর কেউ নেই। তারাই আমার জীবনের পিলার।” একসময় অবসাদ কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের কথা ভেবেছিলেন, কিন্তু তার হাতে সেই টাকাও ছিল না।
ধারাবাহিকের পাশাপাশি অরিজিতা বড় পর্দায়ও পা রেখেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স প্রেম’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘ফাটাফাটি’ সিনেমায়ও দেখা গেছে তাকে। নতুন ধারাবাহিকে পজিটিভ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে নতুনভাবে জায়গা করে নিতে প্রস্তুত।