ভারত-চীন সীমান্ত সংঘাতের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’। গত ৫ জুন সালমান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পোস্টার শেয়ার করে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করেছেন। এতে তাকে দেখা যাচ্ছে একজন ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে, যার মুখে ক্ষত, রক্তের দাগ এবং কাঁধে পেরেক গাঁথা মুগুর।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমার গল্প ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘটিত সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত। এই প্রথম সালমান খান কোনো সত্যিকারের যুদ্ধ-পরিস্থিতির গল্পে অভিনয় করছেন। জানা গেছে, তিনি ছবিতে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন, যিনি ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের সময়। সিনেমায় তার বিপরীতে থাকবেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।
এর আগে সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত ‘সিকান্দার’ মুক্তি পেয়েছিল, যা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে ‘ব্যাটল অব গালওয়ান’-এর মাধ্যমে সালমান খান ফের বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত বলে মনে করছেন ভক্তরা।