অবশেষে প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অন্যদিন…’ এর মুক্তির তারিখ। কামার আহমাদ সাইমন পরিচালিত এবং সারা আফরীন প্রযোজিত ‘জলত্রয়ী’র দ্বিতীয় এই ছবিটি আগামী ১১ জুলাই থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। টানা সাতদিন দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই চলচ্চিত্র, যা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
‘অন্যদিন…’ বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসবগুলোতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এটি ইডফার মূল প্রতিযোগিতায় স্থান পাওয়ার পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়। লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম ‘ফিচারড ডিরেক্টর’ হিসেবে সম্মাননা লাভ করে এই ছবি। এছাড়া ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ড, ফ্রান্সের আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতেছে। ২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট পাওয়া এই ছবিটি ২০২১ সালে ইডফায় ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’ হিসেবে প্রশংসিত হয়। নিউ ইয়র্কের মমি-তে মাস্টারপিস হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি জুরিখ, সিডনি এবং নন্তের ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টসে অংশ নিয়েছে।
তবে দেশে সেন্সর জটিলতার কারণে এতদিন ছবিটি মুক্তি পায়নি। প্রযোজক সারা আফরীন জানান, আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কার ও স্বীকৃতি অর্জন করলেও ‘অন্যদিন…’ দেশে নিষিদ্ধ ছিল। তিনি বলেন, “বিগত রেজিমের কারণে ছবিটি আটকে দেয়া হয়েছিল। তবে জুলাইয়ের এই পরিবর্তন আমাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।”
গত ২৪ জুন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, শিরীন হক, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, নাট্যজন জামিল আহমেদ, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমীর পরিচালক মোহাম্মাদ আজম, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, প্রযোজক রেদোয়ান রনি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, স্থপতি শামসুল ওয়ারেস, সাংবাদিক বিধান রিবেরু, নির্মাতা হুমায়রা বিলকিসসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আগামী ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হতে চলেছে।