Wednesday, July 9, 2025

চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তিতে তিন দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫’ শুরু


ঢাকা, ৯ জুলাই ২০২৫: চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে আজ থেকে তিন দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫’ শুরু হয়েছে। ভাবনগর ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করছে। আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপার রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স থেকে আগত লালনপন্থী সাধক ফকির দেবোরাহ জান্নাত। তিনি বলেন, “আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি নিহিত। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকের সাধকেরা চর্যাপদের গানের যে পুনর্জাগরণ করেছেন, তা এ দেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে। নিজের হৃদয়ে পৌঁছানোর জন্য চর্যাগান থেকে লালন সাঁইয়ের গান, জ্ঞানের কাছে ফিরতে হয়।” বক্তব্যের পাশাপাশি তিনি চর্যাপদের ৬ নম্বর গান পরিবেশন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক কিথ ই কান্তু। তিনি বলেন, “চর্যাপদের গান বাংলাদেশের প্রাচীন ইতিহাসের একটি অংশ। এই গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের সাধকেরা যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।” অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত শিল্পী বাবুল আক্তার। স্বাগত বক্তব্য দেন গবেষক সাইমন জাকারিয়া। উৎসবটি শুক্রবার পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার কক্ষে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসরে গান পরিবেশন করেন পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত সাধকশিল্পী বাবুল আক্তার, লুৎফর রহমান, আফজাল হোসেন, সোহেল, সানোয়ার, খলিল, আলী আজম, ফারুক হোসেন, মোফাজ্জল হোসেন, বেল্লাল হোসেন, আবদুল হাকিম, কাওসার মাহমুদ, অভয়চরণ, মোসলেম, নাহিদ ও রঞ্জিত। অনুষ্ঠান উপস্থাপনা করেন নূরুননবী শান্ত ও কবি শাহেদ কায়েস। উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রাচীন চর্যাপদের গান, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান পরিবেশনের মাধ্যমে বক্তৃতা করবেন বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার এবং সুনামগঞ্জের মণীন্দ্র দাশ। তৃতীয় দিন শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ পরিচালনা করবেন সাধিকা সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাব সাধকদের অংশগ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর অনুষ্ঠিত হবে। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ, চর্যাপদের গানের পুনর্জাগরণে অবদান রাখায় শিল্পীদের ক্রেস্ট প্রদান এবং সমাপনী অনুষ্ঠান হবে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিবেন লেখক ও গবেষক ফরহাদ মজহার, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ সুকোমল বড়ুয়া এবং ভিক্ষু জিনবোধি। তিন দিনের অনুষ্ঠানমালার সার্বিক উপস্থাপনার দায়িত্বে রয়েছেন ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত ও কবি শাহেদ কায়েস।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.