হৃত্বিক রোশনের মহৎ সিদ্ধান্ত: চক্ষুদানের প্রতিশ্রুতি ও নতুন ক্যারিয়ার অধ্যায়
মুম্বাই, ১২ জুলাই ২০২৫: বলিউডের ‘গ্রীক গড’ খ্যাত অভিনেতা হৃত্বিক রোশন তার অভিনয়, সুঠাম দেহগঠন ও ফিটনেসের মাধ্যমে বরাবরই ভক্তদের মুগ্ধ করে আসছেন। তবে তার আকর্ষণীয় চেহারা ও দৃষ্টিনন্দন চোখের পেছনে রয়েছে দীর্ঘ লড়াই। এই চোখ নিয়েই সম্প্রতি তিনি একটি মহৎ সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন।জানা গেছে, হৃত্বিক তার ৪৩তম জন্মদিনে মৃত্যুর পর চক্ষুদানের জন্য নিবন্ধন করেছিলেন। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে তিনি প্রকাশ্যে এনে মানুষকে চক্ষুদানে উৎসাহিত করেছেন। তার এই সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসিত হয়েছে। এদিকে, অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করা হৃত্বিক নতুন এক অধ্যায় শুরু করতে প্রস্তুত। শোনা যাচ্ছে, তিনি প্রথমবারের মতো নিজে একটি ছবি পরিচালনা করতে যাচ্ছেন। এছাড়া, বাবা রাকেশ রোশনের সঙ্গে মিলে যশরাজ ফিল্মসের ‘কৃশ ৪’ ছবিতে প্রযোজক হিসেবেও কাজ করছেন। পাশাপাশি, চলতি বছর মুক্তি পেতে চলেছে তার অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’। হৃত্বিকের এই বহুমুখী প্রতিভা ও মানবিক উদ্যোগ তাকে ভক্তদের কাছে আরও প্রিয় করে তুলেছে।