কিছুদিন আগেই ছুটি কাটাতে লন্ডনে গিয়েছেন অক্ষয় কুমার। শহরটির রাস্তায় যখন আপনমনে হাঁটছিলেন অভিনেতা তখন লুকিয়ে লুকিয়ে এক ভক্ত তা ভিডিও ধারণ করছিলেন। আর তা দেখে মেজাজ হারিয়ে ফেললেন বলিউড ‘খিলাড়ি’। ধমক দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলার পাশাপাশি তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। এমন একটি ভিডিও সোশ্যালে ইতিমধ্যে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, ধূসর প্রিন্টেড ট্যাঙ্ক টপ, শর্টস এবং বিনি ক্যাপে স্বচ্ছন্দে হেঁটে যাচ্ছেন অক্ষয়। সেই সময়ে এক ভক্ত কাছে গিয়ে অনুমতি ছাড়াই ভিডিও করতে শুরু করেন। বিষয়টি টের পেতেই ঘুরে দাঁড়ান অক্ষয়, রেগে যান এবং সরাসরি ক্যামেরা বন্ধ করতে বলেন।
উত্তেজনার মুহূর্ত তৈরি হলেও পরে পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়। এরপর ওই ভক্তের সঙ্গেই সেলফি তুলতেও দেখা যায় অভিনেতা। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘কবে মানুষ শিষ্টাচার শিখবে? অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক নয়।’ আরেকজন লিখেছেন, ‘তারদেরও ব্যক্তিগত জীবন আছে, সবসময় তাদের মুখের উপর ক্যামেরা ধরতে হবে না।’