ভারতের কলকাতায় মধ্যরাতে বাংলা টেলিভিশনের এক অভিনেত্রীর শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় দুই মদ্যপ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর রাতে যাদবপুরের কৃষ্ণা গ্লাসের কাছে। এ ঘটনায় অভিনেত্রী অভিযোগ করেছেন, দুই যুবক তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন এবং অ্যাসিড হামলার হুমকি দিয়েছেন।
অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শুটিং শেষে চার বন্ধুসহ তিনি বাসায় ফিরছিলেন। পথে যাদবপুরের কৃষ্ণা গ্লাসের কাছে চা খাওয়ার জন্য থামেন। এ সময় মদ্যপ অবস্থায় দুই যুবক গাড়ি নিয়ে এসে তাদের গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করায় অভিনেত্রীকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। অভিনেত্রী জানান, “আমরা ভালোভাবে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু তারা ক্রমাগত খারাপ ব্যবহার করছিল। তারা আমাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং প্রতিবাদ করায় হুমকি দেয় যে, থানা থেকে বেরিয়ে অ্যাসিড মারবে।”
ঘটনাস্থলে পেট্রোলিংয়ে থাকা পুলিশ ঘটনাটি দেখতে পেয়ে দুই যুবককে আটক করে যাদবপুর থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিনেত্রী শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে এফআইআর দায়ের করেছেন, এবং অভিযুক্তরা অভিনেত্রীর বন্ধুদের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানিয়েছেন। পুলিশ দুই পক্ষকে সমঝোতার পরামর্শ দিলেও অভিনেত্রী তাতে রাজি হননি।
যাদবপুর থানার পুলিশ জানিয়েছে, গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে এই ঘটনা ঘটেছে। অভিনেত্রীর গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়নি, এবং তিনি ধারাবাহিক নাকি চলচ্চিত্রে অভিনয় করেন তাও নিশ্চিত করা যায়নি।
এ ঘটনা কলকাতার রাতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং নারীদের জন্য রাতের শহরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।