Sunday, July 20, 2025

‘বাংলা অরিজিনালস’ প্রজেক্টের প্রথম গান ‘ময়না’ ২৪ জুলাই মুক্তি পাচ্ছে


অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক নতুন একটি প্রজেক্ট শুরু করেছে, যার নাম ‘বাংলা অরিজিনালস’। এই প্রজেক্টের প্রথম গান ‘ময়না’ আগামী ২৪ জুলাই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল এবং নিলয় ডি রকস্টার।

‘ময়না’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবনকে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন, এবং গীতিকার হিসেবে কাজ করেছেন আসিফ ইকবাল। সম্প্রতি এফডিসিতে বড় আয়োজনে এই ড্যান্স নাম্বারের শুটিং সম্পন্ন হয়েছে। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো সিনেমার বাইরে এমন একটি প্রজেক্টে অংশ নিয়েছেন বুবলী।

সিনেমার বাইরে মিউজিক ভিডিওতে কাজ করার কারণ ব্যাখ্যা করে বুবলী বলেন, “এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি, তবে মিউজিক ভিডিওতে কাজ করা এই প্রথম। গানটি এতটাই পার্টি মুডের যে একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে সব সময় পারফর্ম করা যায় এমন একটি গান আমারও থাকা উচিত। এ কারণেই এ প্রজেক্টে যুক্ত হওয়া।”

বুবলীর সঙ্গে পারফর্ম করার অভিজ্ঞতা শেয়ার করে শরাফ আহমেদ জীবন বলেন, “চলতি সময়ে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকাদের একজন বুবলী। তার সঙ্গে পারফর্ম করাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। মনে হয়েছিল, এমন একটি কাজের সঙ্গে থাকতে পারলে মন্দ হয় না। গানটি যেমন নাচের, তেমনি মজারও।”

গানটি সম্পর্কে কোনাল বলেন, “আসিফ ভাই সাধারণত যে ধরনের গান লেখেন, ময়না তার চেয়ে ভিন্ন ধরনের। এর আগে তার লেখা প্রিয়তমা, রাজকুমার ও মেঘের নৌকা গানগুলো গেয়েছি, যেগুলো ছিল পুরোপুরি সিরিয়াস রোমান্টিক গান। ময়না একটি দারুণ পার্টি সং। তিনি আমাকে গানটি শুনিয়ে বললেন গাইতে, আর আমি বিনা বাক্যে রাজি হয়ে যাই।”

গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু, এবং নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন নিলয়।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.