মুম্বাই, ৮ জুলাই ২০২৫: দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান নতুন প্রেমে পড়েছেন। চলতি বছরের শুরুতে তার ৬০তম জন্মদিনে তিনি নতুন বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন আমির।
গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা এবং বিয়ে প্রসঙ্গে আমির বলেন, “গৌরী এবং আমি একে অপরের প্রতি খুবই সিরিয়াস। আমরা একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছি। আমরা পার্টনার হিসেবে একসঙ্গে আছি। বিয়ে এমন একটি বিষয়, আমি মনে মনে ইতোমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে এটিকে আনুষ্ঠানিক রূপ দেব কিনা, সেটা আমি সিদ্ধান্ত নেব।”
আমির আগেই জানিয়েছিলেন, তিনি এবং গৌরী ২৫ বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সে সময় তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর দীর্ঘদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। প্রায় ১৮ মাস আগে তারা আবার ডেটিং শুরু করেন। বর্তমানে ছয় বছরের এক সন্তানের মা গৌরী আমিরের প্রোডাকশন হাউসে কাজ করছেন।
প্রসঙ্গত, আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুটি সন্তান—জুনেইদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৵ সালে আমির পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন, কিন্তু ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
আমিরের এই সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তৃতীয় বিয়ের বিষয়ে তার এই মন্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।