রণবীর সিংয়ের জন্মদিনে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার। এই টিজারে রণবীরের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আলোচনার কেন্দ্রে রয়েছেন তাঁর সহ-অভিনেত্রী সারা অর্জুন। তিনি কিন্তু সারা আলী খান বা সারা টেন্ডুলকার নন। তাহলে কে এই সারা অর্জুন? চলুন জেনে নেওয়া যাক।
৪০ বছর বয়সী রণবীর সিংয়ের সঙ্গে মাত্র ২০ বছরের সারা অর্জুনের বয়সের ব্যবধান নিয়ে চলছে নানা আলোচনা। দক্ষিণি চলচ্চিত্রে সারা অর্জুন একটি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি। এছাড়া সারার আরেকটি পরিচয় হলো, তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লাভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন।
সারা অর্জুন অভিনয় জীবন শুরু করেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। ২০১১ সালে মাত্র ছয় বছর বয়সে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। একই বছর হিন্দি ছবি ‘৪০৪’-এও দেখা যায় তাঁকে। ২০১৩ সালে ‘এক থি ডায়েন’ ছবিতে ইমরান হাশমির বোনের চরিত্রে এবং সালমান খানের ‘জয় হো’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এছাড়া ‘পোনইন সেলভান’-এ ঐশ্বরিয়া রাইয়ের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।