তারকাদের নিয়ে গুজব কোনো নতুন বিষয় নয়। সোশ্যাল মিডিয়ার এই যুগে ভিত্তিহীন খবর ছড়াতে সময় লাগে না। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এমনই এক গুজবের শিকার হয়েছেন। গুজব ছড়িয়েছিল যে, তিনি নাকি ‘আত্মহত্যা’ করেছেন! তবে এই খবর পুরোপুরি মিথ্যা, বানোয়াট এবং কোনো প্রমাণ ছাড়াই ছড়ানো হয়েছে।
গত জুন মাসে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায়, অপু বিশ্বাস নাকি গলায় ফাঁস দিয়েছেন। কিন্তু ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার যাচাই করে জানায়, এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য সূত্রে এর সত্যতা পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ডোমেইন ব্যবহার করে ব্লগসাইট খুলে তারকাদের নিয়ে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে। দেশীয় বিনোদন জগতের তারকারাই এর প্রধান শিকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘এ ধরনের গুজব তো নতুন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ দেখি কেউ মারা গেছে, এমনকি একবার শুনি আমি মারা গেছি! সেই সময় আমার বোন পর্যন্ত আমাকে ফোনে পাচ্ছিল না, তখন কী যে আতঙ্ক! এমন ঘটনা শুধু আমার সঙ্গে নয়, অন্যান্য শিল্পীদের সঙ্গেও ঘটছে।’
নিজেকে নিয়ে এমন মিথ্যা খবর ছড়ালে কী মনে হয়? এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আসলে আমি এসব নিয়ে বেশি ভাবি না। আমি এগুলোকে বিনোদনের অংশ হিসেবেই দেখি। মানুষ তো যেভাবেই হোক অন্যকে বিনোদন দেওয়ার চেষ্টা করে, মেসেজটা সেভাবেই ছড়ায়।’