Tuesday, July 29, 2025

লিন্ডসে লোহানের উত্থান-পতনের গল্প: হলিউডের এক উজ্জ্বল নক্ষত্রের যাত্রা

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহানের ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র ১০ বছর বয়সে। টেলিভিশন সোপ ‘অপেরা আদার ওয়ার্ল্ড’র মাধ্যমে পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে। তবে, ১৯৯৮ সালে ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’ সিনেমায় তার অসাধারণ অভিনয় তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় এবং হলিউডে মূলধারার সাফল্যের দ্বার উন্মুক্ত করে।

সাফল্যের শীর্ষে

লিন্ডসে লোহানের ক্যারিয়ার শুধু সাফল্যের গল্পই নয়, এটি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছিল। ‘ফ্রিকি ফ্রাইডে’ (২০০৩) সিনেমার জন্য তিনি সাড়ে ৫ লাখ ডলার, ‘কনফেশনস অফ অ্যা টিনএজ ড্রামা কুইন’ (২০০৪) এবং ‘মিন গার্লস’ (২০০৪) সিনেমার জন্য ১ মিলিয়ন ডলার করে আয় করেন। ‘মিন গার্লস’ তার ক্যারিয়ারে একটি মাইলফলক হয়ে ওঠে, যা তাকে আরও খ্যাতি ও উচ্চ পারিশ্রমিক এনে দেয়। পরবর্তী সিনেমাগুলো ‘হার্বি: ফুলি লোডেড’ (২০০৫), ‘জাস্ট মাই লাক’ (২০০৬) এবং ‘জর্জিয়া রুল’ (২০০৭) থেকে তিনি মোট সাড়ে ৭ মিলিয়ন ডলার আয় করেন।

অভিনয়ের পাশাপাশি লোহান গানেও পারদর্শী ছিলেন। ‘ফ্রিকি ফ্রাইডে’র জন্য ট্র্যাক রেকর্ড করেন এবং ‘স্পিক’ (২০০৪) ও ‘অ্যা লিটল মোর পার্সোনাল’ (২০০৫) নামে দুটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া, মডেলিং, প্লেবয়ের জন্য পোজ দেওয়া এবং অপরাহ উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকার সিরিজে অংশগ্রহণের মাধ্যমেও তিনি আয় করেছেন।

উত্থান-পতনের মধ্য দিয়ে

ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন লিন্ডসে লোহান মদ্যপান ও মাদকদ্রব্যের অপব্যবহারে জড়িয়ে পড়েন, যার ফলে তাকে ‘পার্টি গার্ল’ হিসেবে আখ্যায়িত করা হয়। এই সময়ে তার ক্যারিয়ার তলানিতে পৌঁছায়। ২০১২ সালে ‘লিজ অ্যান্ড ডিক’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি মাত্র ৩ লাখ ডলার আয় করেন। একই বছরে তিনি ঋণের জালে আটকে যান। আইনি ঝামেলা, পুনর্বাসনের খরচ এবং অমিতব্যয়ী জীবনযাত্রার কারণে তার আর্থিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, ২ লাখ ৩৩ হাজার ডলার কর বকেয়ার কারণে আইআরএস তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দখল করে নেয়।

ফিরে আসার গল্প

ব্যক্তিগত ও আর্থিক সংকট সত্ত্বেও লিন্ডসে লোহান হাল ছাড়েননি। সম্প্রতি তিনি নেটফ্লিক্সের তিনটি প্রজেক্ট ‘ফলিং ফর ক্রিসমাস’, ‘আইরিশ উইশ’ এবং ‘আওয়ার লিটল সিক্রেট’-এ অভিনয় করে ক্যারিয়ারে নতুন গতি ফিরিয়ে এনেছেন। যদিও এই প্রজেক্টগুলো থেকে তার আয়ের সঠিক তথ্য জানা যায়নি, তবে এগুলো তার ক্যারিয়ার পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বর্তমানে লিন্ডসে লোহানের আনুমানিক মোট সম্পদ মাত্র ২ মিলিয়ন মার্কিন ডলার, যা তার ক্যারিয়ারের শীর্ষে থাকা ২৮ মিলিয়ন ডলারের তুলনায় অনেক কম। তবে, তিনি আবারও বড় পর্দায় ফিরছেন। শিগগিরই জেমি লি কার্টিসের সঙ্গে ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ সিনেমায় তাকে দেখা যাবে।

লিন্ডসে লোহানের জীবন হলিউডের উত্থান-পতনের এক জ্বলন্ত উদাহরণ। তবে, তার প্রত্যাবর্তনের গল্প প্রমাণ করে যে, সংকল্প ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিকূলতা জয় করা সম্ভব।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.