তরুণদের রক উতসব
৪ জুলাই থেকে শুরু হওয়া তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিযোগিতা ‘দ্য কেইজ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় কৃষিবিদ মিলনায়তনে। এদিন দর্শকের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্যান্ড রকসল্ট। ফাইনালে পারফর্ম করে নাইন, ইডেন’স গার্ডেন, কারনেশন, ডোপামিন ও ডাস্ক অ্যান্ড ডন। এছাড়া ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা ও একে রাহুলও মঞ্চে গান পরিবেশন করেন।
বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন
১১ জুলাই বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে ‘গান নিয়েছে চিলে অধ্যায় ৩’ শিরোনামে বৈঠকি গানের আসরে পারফর্ম করেন কনক আদিত্য, আসির আরমান, মুয়ীয মাহফুজ ব্যান্ড ও শুভ্র। একই দিন ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘ম্যাঙ্গো ফেস্ট’-এ গান শোনায় ওয়ারফেজ। ১২ জুলাই তেজগাঁওয়ের ইয়ামাহা মিউজিক লাউঞ্জে ‘ইয়ামাহা ওয়ান ট্রু সাউন্ড: বাপ্পা মজুমদার ভলিউম ২’ শিরোনামে গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার। এদিন তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন এবং ১৪টি গান শোনান। ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের ‘আষাঢ় পার্বণ ১৪৩২’ অনুষ্ঠানে জলের গান পারফর্ম করে। টিএসসি মিলনায়তনে বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল আরও কয়েকটি সাংস্কৃতিক পরিবেশনা।
১৪ জুলাই ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পারফর্ম করেন সায়ান, এলিটা করিম, পারশা, ইলা লালালালা, সমগীত ও এফ মাইনর। ১৬ জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শিরোনামহীন, এলিটা করিম, চিম্বুক, বে অব বেঙ্গল, র্যাপার হান্নান ও পারশা পারফর্ম করেন।চ্যারিটি কনসার্ট ও অড সিগনেচারের প্রত্যাবর্তন
এদিকে, এক বছর বিরতির পর ১ আগস্ট কৃষিবিদ মিলনায়তনে ‘অড সিগনেচার দ্য কামব্যাক’ শিরোনামে কনসার্টে ফিরছে অড সিগনেচার। গত বছর সিলেটে কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে দুর্ঘটনায় ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল এবং মাইক্রোবাসের চালক আবদুস সালাম মারা যান। এই ঘটনার পর ব্যান্ডটি অনির্দিষ্টকালের জন্য বিরতিতে চলে গিয়েছিল।
বর্ষায় কনসার্টের ধারা
ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বর্ষায় কনসার্টের এই ধারা নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘চলতি মাসে ঢাকায় দুটি ও রাজশাহীতে দুটি আয়োজনে আমরা পারফর্ম করেছি। মাসের শেষেও কয়েকটি আযোজনের কথা চলছে। গত দেড়-দুই মাস তেমন আয়োজন ছিল না। এই ধারা অব্যাহত থাকলে অফ সিজনও ভালো যাবে বলে আশা রাখি।’