পেশায় একজন মেকআপ আর্টিস্ট হিসেবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন রোজা। তার ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলোও ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি। রোববার (১০ আগস্ট) ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন এই গ্ল্যামার গার্ল। ছবিগুলোতে রোজার ন্যাচারাল স্টাইল ও মুগ্ধকর উপস্থিতি ভক্তদের মন কেড়েছে।
ছবিতে রোজাকে দেখা গেছে হালকা গোলাপি রঙের গাউনে, যিনি কোনো এক সাগরপাড়ে পোজ দিয়ে সময় কাটাচ্ছেন। তার এই লুক ভক্তদের কাছে ‘পিংক পারফেকশন’ হিসেবে ধরা দিয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “পিংক পারফেকশন বাই দ্যা মারিনা।” তবে এই ছবিতে তাহসান খানকে দেখা যায়নি, যা ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
রোজার এই ছবি পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাসের বন্যা বয়ে গেছে। অনেকে তার রূপের প্রশংসা করে তাকে ‘বার্বি ডল’ ও ‘সিন্ড্রেলা’র সঙ্গে তুলনা করেছেন। এক নেটিজেন লিখেছেন, “যেন সাক্ষাৎ বার্বি ডল!” আরেকজন মন্তব্য করেছেন, “একদম সিন্ড্রেলার মতো লাগছে।” কেউ কেউ মজা করে ছবিতে তাহসানকে খুঁজে বেড়িয়েছেন।
তাহসান ও রোজার ভ্রমণের মুহূর্তগুলো সবসময়ই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তবে এবার রোজার একক ছবি ও তার স্টাইলিশ উপস্থিতি ভক্তদের মনে নতুন করে ঝড় তুলেছে।