এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে দেবের আরেকটি ভিডিও। এতে তাকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনের সঙ্গে রোমান্টিক নাচ করতে দেখা গেছে। এই নাচের দৃশ্যে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। তবে এই ভিডিও সাম্প্রতিক নয়; এটি চার বছর আগের ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বের। সেই ভিডিওটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে।
‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনালে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সানি লিওন। সেখানে বিচারকের আসনে ছিলেন দেব। অনুষ্ঠানে দেব ও সানি লিওনের মধুর নাচ দর্শকদের মন জয় করেছিল। এই জুটির পারফরম্যান্স তখন থেকেই ভক্তদের কাছে প্রিয়।
এদিকে, ‘ধূমকেতু’র সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার। এই টিজারে দেবের নতুন লুক দর্শকদের মুগ্ধ করেছে। আগামী পূজার সময় মুক্তি পাবে এই ছবি, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
দেবের জনপ্রিয়তা এখন শীর্ষে। তার সঙ্গে সানি লিওনের মতো বলিউডের ক্রেজি তারকার নাচ এবং ‘ধূমকেতু’র সাফল্য বাংলা সিনেমার ভক্তদের জন্য একটি উৎসবের মুহূর্ত তৈরি করেছে।