ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তি তারকা মিঠুন চক্রবর্তী ও রজনীকান্ত, যিনি ‘মহাগুরু’ ও ‘থালাইভা’ নামে ভক্তদের কাছে সমান জনপ্রিয়, আবারও একসঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এই দুই মহারথীর একসঙ্গে কাজ করার খবরে ভক্তদের মাঝে উত্তেজনার পারদ চড়ছে।
বর্তমানে রজনীকান্ত তার সর্বশেষ ছবি ‘কুলি’ দিয়ে বক্স অফিসে তুমুল সাফল্য পাচ্ছেন। এই ছবি একের পর এক রেকর্ড ভাঙছে, পুরো ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দিয়েছে। অন্যদিকে, মিঠুন চক্রবর্তী তার ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমা নিয়ে দর্শকদের মন জয় করছেন।
এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের সুপারহিট ছবি ‘জেলার’-এর সিক্যুয়েলে এবার একসঙ্গে দেখা যেতে পারে এই দুই সুপারস্টারকে। তবে এই খবর ছড়ালেও মিঠুন চক্রবর্তী বা রজনীকান্ত কেউই এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, এর আগে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভ্রষ্টাচার’ ছবিতে রেখার সঙ্গে মিঠুন ও রজনীকান্তকে একসঙ্গে দেখা গিয়েছিল। বহু বছর পর আবারও এই দুই কিংবদন্তি অভিনেতা যদি পর্দায় ফেরেন, তবে ভক্তদের জন্য তা হবে এক অসাধারণ অভিজ্ঞতা।