বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর থেকে তার কন্যা দুয়াকে অগ্রাধিকার দিয়ে কাজ থেকে দূরে ছিলেন। গত বছর ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর সিং দম্পতির ঘরে কন্যা দুয়ার আগমনের পর থেকে তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। মেয়েকে সময় দেওয়ার জন্য কোনো ন্যানির সাহায্য না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কাজের পরিমাণ কমানোর ইঙ্গিতও দিয়েছিলেন। প্রায় এক বছর পর অবশেষে দীপিকা আবার কাজে ফিরছেন।
দীপিকার অভিনয়ে ফেরার খবর নিয়ে বলিপাড়ায় উত্তেজনা তৈরি হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, তিনি পরিচালক অ্যাটলির নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন। এই সিনেমায় তার বিপরীতে থাকবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এএ২২এক্স৬’। এই প্রকল্পে দীপিকার শুটিংয়ের সময়সূচি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। তিনি চলতি বছরের নভেম্বর থেকে ১০০ দিনের শুটিং শুরু করবেন।
এই সিনেমায় দীপিকাকে লড়াইয়ের দৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে, যা দর্শকদের জন্য বেশ চমক হিসেবে আসতে পারে। দীপিকা ও আল্লু অর্জুন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর। এই তারকাবহুল কাস্ট নিয়ে সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
এর আগে দীপিকা পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু আট ঘণ্টার বেশি কাজ না করা এবং নির্দিষ্ট পারিশ্রমিকের শর্ত দেওয়ার কারণে পরিচালকের সঙ্গে মতানৈক্য হয়। ফলে তাকে সেই প্রকল্প থেকে বাদ পড়তে হয়, যা নিয়ে বলিপাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। তবে এই দীর্ঘ বিরতি শেষে অ্যাটলির এই বড় বাজেটের সিনেমার মাধ্যমে দীপিকা পাড়ুকোন আবার বড় পর্দায় ফিরছেন, যা তার ভক্তদের জন্য সুখবর।